ঋণের পঞ্চম কিস্তির শর্ত যাচাই করতে আইএমএফ রিভিউ মিশন ঢাকায়
আজ বুধবার ঢাকা আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রিভিউ মিশন। এই মিশনটি বাংলাদেশ সরকারের ঋণের পঞ্চম কিস্তির শর্ত পূরণের বিষয়টি পর্যালোচনা করবে। মিশনটি দুই সপ্তাহ ধরে বাংলাদেশের বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে।
বাংলাদেশ সরকার, বর্তমানে চলমান সরকারের মেয়াদ শেষে, ঋণের এই কিস্তি ছাড় না করার সিদ্ধান্ত নিলেও, আইএমএফের শর্তগুলোর পূরণ পরিস্থিতি যাচাই করতে রিভিউ মিশন ঢাকায় আসছে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পর আইএমএফ কর্মকর্তারা বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
আইএমএফের সঙ্গে বাংলাদেশ সরকারের স্বাক্ষরিত ঋণচুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড়ের কথা ছিল। তবে, চলতি শর্তগুলির মধ্যে শুধুমাত্র রাজস্ব আহরণের শর্ত ছাড়া, অন্যান্য শর্তগুলো বাংলাদেশের পূর্ণ হয়েছে বলে জানানো হয়েছে। জুন মাসে আইএমএফ এই শর্তগুলো বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছিল।
আইএমএফের কর্মকর্তারা সম্প্রতি ওয়াশিংটনে তাদের বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে জানান, ডিসেম্বর মাসে ঋণের পঞ্চম কিস্তি ছাড় করা হবে না। বরং আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন সরকারের সঙ্গে আলোচনার পর মার্চ-এপ্রিল মাসে এই কিস্তি ছাড় হবে।
আইএমএফের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সরকার রিভিউ মিশন না পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব ছিল, ঋণের কিস্তি ডিসেম্বরে ছাড় না হওয়ার কারণে, রিভিউটি নতুন সরকারের সময় করা হোক। তবে আইএমএফ এই প্রস্তাব গ্রহণ না করে, পরবর্তীতে রিভিউ মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয়।
তথ্যসূত্র - TBS
মন্তব্য করুন





