logo
  • বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২

প্রথম আলো ও ডেইলি স্টারের পাপ-জুলুম দীর্ঘ

অনলাইন ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ১১:২০
সংগ্রহীত

প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, ‘এই দুটি পত্রিকা দীর্ঘদিন ধরে ইসলামবিদ্বেষী ও পক্ষপাতদুষ্ট সাংবাদিকতা করে আসছে।’

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন,

“পতিত ফ্যাসিস্ট হাসিনার অনুগত র‌্যাব ও গোয়েন্দা সংস্থার দেওয়া তথাকথিত জঙ্গিবিষয়ক খবর যাচাই ছাড়াই প্রচার করত ভারত-আমেরিকার যৌথ ওয়ার অন টেরর প্রকল্পের অন্যতম ঠিকাদার এই দুটি পত্রিকা।”

তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে প্রথম আলোর প্রকাশিত ধর্ষণসংক্রান্ত সংবাদগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছে। এসব সংবাদের মাধ্যমে সাংবাদিকতার নীতি লঙ্ঘিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

আজিজুল হক ইসলামাবাদী বলেন,“ যখন কোনো ধর্ষক সংখ্যালঘু বা পাহাড়ি সম্প্রদায়ের হয়, তখন প্রথম আলো তার পরিচয় গোপন রাখে; কিন্তু মুসলমান হলে তার ধর্মীয় ও পেশাগত পরিচয় হাইলাইট করে। এই আচরণ প্রথম আলোর ইসলামবিদ্বেষ ও ওলামাবিদ্বেষের প্রমাণ।”

“বাংলাদেশে ইসলামবিদ্বেষী হলুদ সাংবাদিকতার পথিকৃৎ প্রথম আলো। ২০০৭ সালে তারা প্রিয় নবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র ছেপেছিল। ওয়ান ইলেভেনের সময়ও তারা দেশের ওপর বিদেশি প্রভাব চাপিয়ে দিতে ভূমিকা রেখেছিল।”

“এই দীর্ঘ জুলুম ও অপপ্রচারের দায়ে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের বিচার হওয়া উচিত।”

“এখন নিউ মিডিয়ার যুগ। একতরফা মতগঠন আর সম্ভব নয়। প্রথম আলোকে ইসলামবিদ্বেষী ফ্রেমিং বাদ দিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। এখন তাদের বদলে যাওয়ার সময়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12