logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলের হামলায় নিহত অন্তত ৯৭ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৫, ০৯:৫০
আল জাজিরা

ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৯৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও ২৩০ জনকে আহত করেছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজা সরকারের গণমাধ্যম দপ্তর। সংস্থাটি জানায়, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে কমপক্ষে ৮০ বার।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এই হামলাগুলো চালানো হয়েছে। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৭০-রও বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের নাবলুসের কাছে ৭০ একরেরও বেশি ফিলিস্তিনি জমি দখল করে ‘সামরিক উদ্দেশ্যে নিষিদ্ধ এলাকা’ ঘোষণা করেছে ইসরায়েল, বলে জানিয়েছে উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “২০২৫ সালের শুরু থেকে ইসরায়েল মোট ৫৩টি জমি দখলের নির্দেশ জারি করেছে। সামরিক প্রয়োজনে জমি দখলের এই আদেশের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের একটি অজুহাত হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

এদিকে, যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) প্রায় এক বছর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও, তিনি এখনও ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা সীমিত করার হুমকি অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
যুদ্ধবিরতি চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন চায় হামাস
সব জিম্মি হস্তান্তর করলো হামাস
দখলকৃত পশ্চিম তীরে বাড়ছে “ইসরাইলি স্যাটেলারদের” হামলা: আট মাসেই সহিংসতা হাজার ছাড়িয়েছে
গাজায় ত্রান সহায়তা সীমিত করলো ইসরায়েল; ৪ বন্দীর মৃতদেহ হস্তান্তর করলো হামাস
12