জ্যোতিদের প্রতিপক্ষ আজ অস্ট্রেলিয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর, নিগার সুলতানা ও জ্যোতির নেতৃত্বে বাংলাদেশের নারী ক্রিকেট দল নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছে। এই তিনটি ম্যাচের মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানে হেরে গেলেও, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জ্যোতি, মারুফা এবং নাহিদারা ভালো লড়াই দেখিয়েছে। আজ দলের চতুর্থ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শক্তিশালী অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে এই ম্যাচ। ক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও টাইগ্রেসদের আত্মবিশ্বাস তাদের শক্তি। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় না পেলেও ভালো লড়াইটি লাল-সবুজের প্রতিনিধিদের আত্মবিশ্বাস যোগাবে।
ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে অস্ট্রেলিয়া সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত। নারী বিশ্বকাপের ১৩টি আসরের মধ্যে সাতবার শিরোপা জিতেছে অজি মেয়েরা। এবারের আসরেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপার অন্যতম দাবিদার। চারটি ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তারা সবার উপরে আছে, যদিও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়েছিল। এছাড়া তাদের সর্বশেষ ম্যাচে স্বাগতিক ভারতকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, চার ম্যাচে ১ জয় এবং ৩ হারে বাংলাদেশের পয়েন্ট ২। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামলেও টাইগ্রেসদের লক্ষ্য থাকবে ইতিহাস গড়া। এবারের আসরে আরও একটি ম্যাচ জিতলেই তারা ওয়ানডে বিশ্বকাপে এক আসরে দুই জয় করার কীর্তি গড়বে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে অঘটন ঘটিয়ে কি বাংলাদেশ তা করতে পারবে, সেটাই আজকের ম্যাচের আকর্ষণ।
মন্তব্য করুন