যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সরকারি কর্মী ছাঁটাই পরিকল্পনায় আদালতের স্থগিতাদেশ
ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সরকারি কর্মীদের গণছাঁটাই কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। চলমান আংশিক সরকারি অচলাবস্থার (শাটডাউন) সময় এই ছাঁটাই নিয়ে দুই শ্রমিক ইউনিয়নের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
বুধবার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত এক শুনানিতে যুক্তরাষ্ট্র জেলা আদালতের বিচারক সুসান ইলস্টন ৩০টিরও বেশি সরকারি সংস্থায় ছাঁটাই বন্ধের নির্দেশ দেন। মামলার রায় না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
দুই শ্রমিক ইউনিয়ন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শ্রমিক ইউনিয়ন দুইটি হল আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আমেরিকান ফেডারেশন অব স্টেট, কাউন্টি অ্যান্ড মিউনিসিপ্যাল এমপ্লয়িজ। তাদের দাবি, সরকারের তহবিল বন্ধ থাকার সময় গণছাঁটাই অবৈধ, কারণ এটি “অপরিহার্য সেবা” হিসেবে বিবেচিত নয়।
বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প প্রশাসনের কয়েকটি বক্তব্যে ছাঁটাইয়ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট । ট্রাম্প একাধিকবার বলেছেন, “ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে” ছাঁটাই করা হবে। বিচারকের ভাষায়, “আইনের শাসনের দেশে এভাবে করা যায় না। এটি আইনের পরিপন্থী।”
বিচারকের প্রশ্নের জবাবে মার্কিন বিচার বিভাগের আইনজীবী এলিজাবেথ হেজেস জানান, তিনি ছাঁটাইয়ের বৈধতা নিয়ে প্রস্তুত নন। বরং তিনি যুক্তি দেন, ইউনিয়নগুলোকে আদালতের বদলে ফেডারেল শ্রম বোর্ডে তাদের দাবি উত্থাপন করা উচিত।
তবে বিচারক ইলস্টন এতে অসম্মতি জানান। তিনি বলেন, “দেশজুড়ে হাজারো কর্মীর মাথায় ছাঁটাইয়ের কুঠার পড়ছে, আর সরকার এখনো বলতে পারছে না এটা আইনসঙ্গত কি না।”
বিচারক ইলস্টন প্রশাসনকে শুক্রবারের মধ্যে সব “চলমান বা সম্ভাব্য ছাঁটাই” সম্পর্কে বিস্তারিত তথ্য জমা দিতে বলেছেন এবং আদালতের আদেশ মানতে সংস্থাগুলো কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে বলেছেন।
ইউনিয়নগুলোর পক্ষে কাজ করছে আইনি সংগঠন ডেমোক্রেসি ফরওয়ার্ড। তারা জানিয়েছেন—বিচারকের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে রাজনৈতিক উদ্দেশ্যে সরকারি কর্মীদের টার্গেট করা বেআইনি। সংগঠনের সভাপতি স্কাই পেরিমান বলেন, “আমাদের সরকারি কর্মীরা জনগণের সেবা করেন। তাঁদের জীবিকার সঙ্গে খেলা করা নিষ্ঠুর, বেআইনি এবং গণতন্ত্রের জন্য হুমকি।”
মঙ্গলবার আদালতে দেওয়া এক নথিতে প্রশাসন জানায়, এখন পর্যন্ত আটটি সংস্থার প্রায় ৪,১০০ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়েছে। তবে হোয়াইট হাউস বলেছে, এই সংখ্যা আরও বাড়তে পারে এবং ১০ হাজারেরও বেশি কর্মী চাকরি হারাতে পারেন।
বুধবার ট্রাম্প নতুন নির্দেশে নতুন কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা বাড়ান, শুধু সেনাবাহিনী ও রাজনৈতিক নিয়োগের ক্ষেত্রে ছাড় রাখা হয়। হোয়াইট হাউস এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে, কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বাজেট পাসে ডেমোক্র্যাটদের সমর্থন প্রয়োজন। ডেমোক্র্যাটরা স্বাস্থ্যবিমা ভর্তুকি বাড়ানোর দাবিতে অনড় থাকায় নতুন বাজেট প্রস্তাব বুধবারও পাস হয়নি।
বিচারকের এই আদেশে আপিল হতে পারে দ্রুতই। তবে অন্তত আপাতত এটি সরকারি কর্মীদের জন্য এক স্বস্তির সময় এনে দিয়েছে, যারা প্রায় এক বছর ধরে ট্রাম্প প্রশাসনের গণছাঁটাই পরিকল্পনার ভুক্তভোগী ছিলেন।
তথ্যসূত্র- রয়টার্স
মন্তব্য করুন