সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ট্রাম্প!

সৌদি আরব সফরকালে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শীর্ষ একজন মার্কিন ও দুজন কর্মকর্তা শনিবার এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওজকে।
আগামী ১৩ মে এক সফরে ট্রাম্পের সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে। পরদিন ১৪ মে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন।
শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ, যেখানে তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলো তুলে ধরবেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছেন।
আরব এক কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে অন্য আরব দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর কোনও পরিকল্পনা আপাতত নেই, তবে তা পরিবর্তন হতে পারে।
সম্মেলনের পর ট্রাম্প কাতারের দোহা সফরে যাবেন এবং সেখানকার আমির শেখ তামিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন। ১৫ মে তিনি আবুধাবি সফরে যাবেন এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ-এর সঙ্গে সাক্ষাৎ করবেন।
হোয়াইট হাউস জানিয়েছে, সফরের আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে। তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোনও মন্তব্য করেনি।
মার্কিন ও আরব কর্মকর্তারা জানান, ট্রাম্পের এ সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক— বিশেষত বিনিয়োগ, অস্ত্র বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে।
মন্তব্য করুন