সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি আরোপ করল তালেবান সরকার

আফগানিস্তানে সামাজিক মাধ্যমের কনটেন্টের ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করেছে তালেবান সরকার। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স (টুইটার)-এ কিছু কনটেন্ট ফিল্টার পদ্ধতি দিয়ে আটকানো হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য পাওয়া গেছে। তবে, ঠিক কোন ধরনের কনটেন্টের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে তা পরিষ্কার নয়।
কাবুলের কয়েকজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাদের ফেসবুকের ভিডিও দেখতে সমস্যা হচ্ছে। ইনস্টাগ্রাম ব্যবহারেও বাধা আসছে।
এক সপ্তাহ আগে, তালেবান সরকার ২ দিনের জন্য ইন্টারনেট এবং টেলিযোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এতে ব্যবসা-বাণিজ্য এবং বিমান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল এবং জরুরি সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছিল।
এছাড়া, মঙ্গলবার থেকে দেশটির বিভিন্ন প্রদেশে সামাজিক মাধ্যম ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। তবে, এ বিষয়ে তালেবান সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নেটব্লকস নামক আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা সংস্থা জানায়, আফগানিস্তানে ইন্টারনেট সেবা প্রদানকারী কিছু প্রতিষ্ঠানও এই কড়াকড়ির মধ্যে পড়েছে। এটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ইচ্ছাকৃতভাবে সীমিত করা হচ্ছে।
এএফপি জানিয়েছে, স্মার্টফোনে মাঝে মাঝে সামাজিক মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না। এছাড়া, ইন্টারনেটের গতি অনেক ধীর হয়ে গেছে এবং ফেসবুকে ছবি দেখতে সমস্যা হচ্ছে।
কান্দাহার প্রদেশের এক ব্যবসায়ী জানিয়েছেন, ফাইবার অপটিক ইন্টারনেট মঙ্গলবার থেকে কাজ করছে না। মোবাইল ফোনের ডাটা ব্যবহার করা গেলেও ফেসবুক ও ইনস্টাগ্রাম খুবই ধীরগতিতে চলছে।
মন্তব্য করুন