logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে হতাশ বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

বিশ্বকাপে এক ঐতিহাসিক জয় হাতছাড়া করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের গোয়াহাটিতে অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডকে বাগে পেয়েও শেষ পর্যন্ত চার উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। আম্পায়রদের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত কেড়ে নিল বাংলাদেশের দ্বিতীয় জয়।

প্রথমে ব্যাট করে ১৭৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এরপর দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০৩ রানে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেয় টাইগ্রেসরা, জয়ের সুবাস তখন স্পষ্টই টের পাওয়া যাচ্ছিল। কিন্তু ইংলিশ ব্যাটার হিদার নাইটের ১১১ বলে ৭৯ রানের লড়াকু ইনিংস বদলে দেয় ম্যাচের মোড়।
বাংলাদেশের বোলাররা নিয়মিত উইকেট তুললেও, নাইটকে ফেরানো যায় নি।
ম্যাচে দু’দুবার আউট হয়ে বেঁচে যান নাইট—দুটিই টিভি আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে।
প্রথমে মারুফার বল উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। নিগার সুলতানার হাতে বল জমলেও মাঠের আম্পায়ারের ‘আউট’ সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ার গায়াত্রী ভেনুগোপালান বাতিল করেন। যুক্তি ছিল—‘পর্যাপ্ত প্রমাণ মেলেনি’।
এরপর ১৩ রানে ফের ক্যাচ দেন নাইট। এবারও ফিল্ডার স্বর্ণা আক্তার পরিষ্কারভাবে ধরেছিলেন বলটি, কিন্তু টিভি আম্পায়ার আবারও আউট দেননি।
এই দুই সিদ্ধান্তেই হতাশ বাংলাদেশ শিবির। শেষ পর্যন্ত নাইটই ম্যাচ জেতানো ইনিংস খেলে ইংল্যান্ডকে জয় এনে দেন।


মাত্র ১৬ রান খরচায় তিন উইকেট নেওয়া ফাহিমা খাতুন ম্যাচ শেষে বলেন,
“আমরা নিশ্চিত ছিলাম, দুটো ক্যাচই আউট ছিল। কিন্তু আউট না দেওয়ায় মন খারাপ হয়ে যায়। ওই সময় হিদার নাইটকে ফেরাতে পারলে ফল ভিন্ন হতে পারত।”
ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক হিদার নাইটও স্বীকার করেন, তিনিও ভেবেছিলেন তিনি আউট হয়ে গেছেন।
“আমি নিশ্চিত ছিলাম বলটা পরিষ্কারভাবে ক্যাচ হয়েছে। তাই আমি মাঠ ছাড়ার প্রস্তুতিই নিচ্ছিলাম। কিন্তু তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অবাক হয়েছি,” বলেন নাইট।
এই পরাজয়ের পরও বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপের লড়াইয়ে টিকে আছে। জ্যোতিরা আগামী শুক্রবার একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে।
বাংলাদেশ দলের সামনে এখন লক্ষ্য—ইংল্যান্ডের বিপক্ষে হাতছাড়া সেই জয় ভুলে নতুন করে লড়াই শুরু করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12