চোট কাটিয়ে ভারতের বিপক্ষে ফিরছেন গ্লেন ম্যাক্সওয়েল
অবশেষে চোট কাটিয়ে দলে ফিরছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শেষ তিন ম্যাচের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
নিউজিল্যান্ড সিরিজের আগে মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনের সময় কবজিতে চোট পান ম্যাক্সওয়েল। নেটে বোলিংয়ের সময় সতীর্থ মিচেল ওয়েনের শট সরাসরি গিয়ে লাগে তার কবজিতে, এতে হাড়ে চিড় ধরে। সেই কারণে তিনি অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি।
ভারতের বিপক্ষেও তার খেলা নিয়ে সংশয় ছিল। তবে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচে তাকে রাখা হয়েছে। ওয়ানডে সিরিজ শেষে আগামী ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে এই সিরিজের প্রথম ম্যাচ।
চোটের কারণে দলের বাইরে থাকলেও সময়টা নষ্ট করেননি ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘স্প্রিং চ্যালেঞ্জ’-এ মেলবোর্ন স্টারসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ভারত সিরিজের শেষ তিন ম্যাচের দলে ম্যাক্সওয়েলের সঙ্গে সুযোগ পেয়েছেন ২০ বছর বয়সী পেসার মাহলি বিয়ার্ডম্যান। এই তরুণ পেসারের আন্তর্জাতিক অভিষেক হতে পারে আসন্ন ম্যাচগুলোতে।
এদিকে, অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে থেকে মারনাস লাবুশেন, জশ হ্যাজলউড ও শন অ্যাবটকে ছাড় দেওয়া হয়েছে। তারা ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া শেফিল্ড শিল্ড টুর্নামেন্টে খেলবেন, যা অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
আগামীকাল ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের জন্য প্রথমবারের মতো ডাকা হয়েছে তরুণ অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে। সম্প্রতি ভারত সফরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি—লক্ষ্ণৌতে চার দিনের ম্যাচে ৮৮ রান ও কানপুরে লিস্ট-এ ম্যাচে করেছেন ৮৯ রান।
তার অন্তর্ভুক্তি সিডনিতে অনুষ্ঠিতব্য শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটিংকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


