logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানা ৩য় দিনের বৈঠকে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

  ১৯ জুন ২০২৫, ১৩:৪০
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনায় বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আজ বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো এই আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির ‘দোয়েল মাল্টিপারপাস হলে’।

সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আমাদের হাতে সময় খুবই স্বল্প। জুলাইয়ের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াসহ জাতীয় সনদের খসড়া চূড়ান্ত করতে হবে।”

তিনি জানান, আগের দিনের অসমাপ্ত আলোচনা—বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচনী প্রক্রিয়া—থেকে আজকের আলোচনার সূত্রপাত হয়েছে।

কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, আইয়ুর মিয়া, ড. ইফতেখারুজ্জামান ও সফর রাজ হোসেন।

৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

প্রসঙ্গত, রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের অক্টোবরে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ নিয়ে ঐকমত্য গড়তে ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন।

ফেব্রুয়ারিতে রিপোর্ট জমা পড়ার পর ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত ৪৫টি অধিবেশনে ৩৩টি দলের সঙ্গে প্রথম দফার সংলাপ সম্পন্ন হয়।

এরপর কোরবানির ঈদের আগে দ্বিতীয় দফার আলোচনার সূচনা হয় ২ জুন। ঈদের ছুটির পর ১৭ জুন থেকে শুরু হওয়া চলমান দ্বিতীয় দফায় আজ ছিল টানা তৃতীয় বৈঠক।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে রোববার থেকে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা শুরু হবে।

জাগতিক/জাহিদ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের সুপারিশ সংস্কার কমিশনের
12