দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দেশের অধিকাংশ গণমাধ্যম এখন বিএনপির প্রভাবের মধ্যে চলছে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “দেশে যদি ৫০টি মিডিয়া থাকে, তার মধ্যে ৪০টিতেই বিএনপির প্রভাব স্পষ্ট।”
মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা ও একটি নতুন টেলিভিশন চ্যানেলের অনুমোদন নিয়ে প্রশ্নের জবাব দেন সারজিস আলম।
তিনি বলেন, “আগে গণমাধ্যমগুলো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল, এখন পরিস্থিতি উল্টো—বিএনপি প্রভাব বিস্তার করছে। নতুন একটি টিভি চ্যানেলের অনুমোদন নিয়ে আমাদের দলের নাম টেনে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্ন তোলা হচ্ছে। আসলে সেখানে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র ব্যক্তিদেরও সম্পৃক্ততা আছে।”
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা চাই, মিডিয়া যেন তাদের পেশাদার জায়গায় থাকে। সাংবাদিকরা সত্য লিখবেন—ভালো হলে বলবেন ভালো, খারাপ হলে বলবেন খারাপ। কোনো দলের প্রতি পক্ষপাত নয়।”
সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি আরও বলেন, “উপদেষ্টাদের কেউ কেউ মনে করছেন, নির্বাচন শেষে তাঁরা স্বস্তি পাবেন, কিন্তু ইতিহাস তাদের ভুলবে না। এই সময়টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।”
আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি স্পষ্ট মন্তব্য করেন, “দেশে বা দেশের বাইরে যত বৈঠকই হোক না কেন, আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।”
সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল ও চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়কারী আলাউল হক উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র : Independent TV
মন্তব্য করুন