logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত সরস্বতী পূজা পরিচালনা করলেন  মহিলা পুরোহিত

জাগতিক ডেস্ক

  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৪
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মহিলা পুরোহিত সরস্বতী পূজার মত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করলেন। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (JnU) আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। মহিলা পুরোহিত সামাদৃতা ভৌমিক পূজা এই পুজা পরিচালনা করেন।

সামাদৃতা, ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, পূজার সব প্রধান আচার-অনুষ্ঠান, যেমন বানিভাচনা, আরতি, এবং পুষ্পাঞ্জলি সম্পন্ন করেন। অন্যদিকে, ক্যাম্পাসের ৩৬টি পূজা মণ্ডপে পুরুষ পুরোহিতরা পূজা পরিচালনা করেন। তবে, এই ব্যতিক্রমী ঘটনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে প্রশংসিত হয়েছে।

ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থী বলেন, "জ্ঞান অর্জনের ক্ষেত্রে পুরুষ-নারী কোন পার্থক্য নেই। তেমনি ধর্মীয় অনুশাসনেও নারীদের পূজা পরিচালনা করতে কোনো বাধা নেই। পুরাণে নারীদের পূজা করার ওপর নিষেধাজ্ঞা নেই।"

সামাদৃতা নিজেও সমাজে প্রচলিত ভুল ধারণাকে চ্যালেঞ্জ করার জন্য পূজা পরিচালনার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত যে নারীরা পূজা করতে পারে না। আমি এই ভুল বিশ্বাসকে চ্যালেঞ্জ করার জন্য নিজে পূজা পরিচালনা করলাম।"

এ বছর বিশ্ববিদ্যালয়ে মোট ৩৭টি মণ্ডপ স্থাপন করা হয়। এই পূজা উদযাপন করা হয় ৩৩টি একাডেমিক বিভাগের, দুটি ইনস্টিটিউট, বাঙমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হল এবং তিনটি ফাইন আর্টস বিভাগের পক্ষ থেকে। ক্যাম্পাসে বিভিন্ন স্থানে রঙিন আলপনা এবং সজ্জা দিয়ে পূজার পরিবেশকে আরও আনন্দমুখর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. তাজম্মুল হক জানান, পূজা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন। ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় সব পূজার কার্যক্রম সন্ধ্যা ৮টার মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
জকসু নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ২২ ডিসেম্বর
জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক
12