logo
  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ফের লঘুচাপের শঙ্কা, মঙ্গলবার থেকে টানা পাঁচ দিন বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
  ২৪ অক্টোবর ২০২৫, ১৫:৫১

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে একটি লঘুচাপ ভারতের তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর পাশাপাশি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যার মধ্যেই নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে প্রাথমিকভাবে এই লঘুচাপের তেমন কোনো প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সম্ভাব্য লঘুচাপটি ভারতের অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর দিকে অগ্রসর হতে পারে। স্থলভাগে ওঠার পর এটি কিছুটা উত্তর দিকে সরে এসে পশ্চিমা বাতাসের প্রভাবে মেঘ আকারে বাংলাদেশের দিকে এগোতে পারে।

এদিকে, আগামী তিন দিনের পূর্বাভাসে বলা হয়েছে—সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তবে লঘুচাপটি স্থলভাগে পৌঁছালে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে। এই বৃষ্টি টানা পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12