চট্টগ্রামের বলুয়ার দিঘিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

চট্টগ্রামের বলুয়ার দিঘির পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজনের মৃত্যু হয়েছে এবং তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা মুহূর্তের মধ্যে কলোনির পাঁচটি কাঁচা ঘরে ছড়িয়ে পড়ে।
ভোর ৬টা ৪২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। টানা দেড় ঘণ্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে পুরো কলোনিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের সহযোগিতায় পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মো. ইলিয়াছ (৫০) ও পারভিন আক্তার (৪৫) মারা গেছেন। এছাড়া মো. ফয়সাল (১৯), মো. সোহান (১৯) এবং শাহীনা আক্তার (২৩) চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি আছেন। বিভাগের প্রধান মো. রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন, হতাহতদের শরীর পুড়ে না গেলেও ধোঁয়ার কারণে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা তাদের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
জাগতিক /এস আই
মন্তব্য করুন