logo
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

ইসরায়েলের পতাকা হাতে ভিডিও ভাইরাল, মিস ইন্দোনেশিয়া থেকে তরুণী বাদ

অনলাইন ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ০৮:০৬
সংগ্রহীত

ইসরায়েলের পতাকা হাতে নাচার একটি পুরোনো ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ইন্দোনেশিয়ার বিউটি কনটেস্ট মিস ইন্দোনেশিয়া থেকে বাদ দেওয়া হয়েছে মেরিন্স কোগোয়াকে। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে।

মেরিন্স কোগোয়া ছিলেন হাইল্যান্ড পাপুয়া প্রদেশের প্রতিনিধি এবং আগামী ৯ জুলাই অনুষ্ঠেয় মিস ইন্দোনেশিয়া ২০২৫-এর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে, ২০২৩ সালের মে মাসে ধারণ করা এক ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যেখানে তাকে ইসরায়েলের পতাকা হাতে নাচতে দেখা যায়। বিষয়টি ইন্দোনেশিয়ার সাধারণ জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়। এরপর প্রতিযোগিতার আয়োজকরা তাকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রতিযোগিতা থেকে বাদ দেন।

তার স্থলে এখন ওই প্রদেশের রানারআপ কারমেন আনাস্তাসিয়া মিস ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

ঘটনার পর সোমবার (১ জুলাই) মেরিন্স কোগোয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি পোস্ট করেন। তার বায়োতে লেখা ছিল, “I stand with Israel” (আমি ইসরায়েলের পাশে)। পোস্টে তিনি লেখেন, “আমার দুই বছর আগের ভিডিও রীলটি নানাভাবে ব্যাখ্যা করে এখন ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। আমি দুঃখ প্রকাশ করছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু বাস্তবতা হলো, @missindonesia-এর সিদ্ধান্ত এমন কিছু মন্তব্যের ভিত্তিতে নেওয়া হয়েছে, যা আমার বিশ্বাসের সঙ্গে যায় না।”

এই বিষয়ে আরব নিউজ তার প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করলেও কোগোয়া কোনো সাড়া দেননি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের প্রতি শক্ত অবস্থান বজায় রেখেছে। দেশটির সংবিধানে উপনিবেশবিরোধী নীতিকে গুরুত্ব দেওয়া হয়, যার একটি অংশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইন্দোনেশিয়াজুড়ে হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে মিছিল ও বিক্ষোভ করেছে। একইসঙ্গে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যাপক বয়কট কর্মসূচি চালানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্লেষকরা বলছেন, ইন্দোনেশিয়ায় জনপ্রিয় প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগীদের জন্য সামাজিক ও রাজনৈতিক সংবেদনশীলতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মেরিন্স কোগোয়ার বিতর্ক নতুন করে এই বিষয়টিকেই সামনে এনে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12