শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

জুলাই গণ-অভ্যুত্থানপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজন করেছে সারা দেশব্যাপী 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'। কর্মসূচির শুরুতেই এনসিপি নেতারা শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন।
মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়া গ্রামে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া এই তরুণকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আবু সাঈদের মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, শহীদ মাতা নাহিদ ইসলামের মাথায় হাত রেখে দোয়া করছেন।
ছবির ক্যাপশনে নাহিদ ইসলাম লেখেন,
“শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন মাথায়। দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার। মায়ের এই দোয়া নিয়েই আজকে শুরু হলো এনসিপির সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা।”
এনসিপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দিনভর এলাকায় আবেগঘন পরিবেশ বিরাজ করে। দলটির পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে গণসংযোগ, মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাদের ভাষায়, “এটি শহীদদের প্রতি শ্রদ্ধা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের শপথ।”
মন্তব্য করুন