ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার (১ জুলাই) রাতে এ হামলার পরপরই দেশজুড়ে সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
টাইমস অব ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণকৃত ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিহত করার জন্য কাজ করছে।
এদিকে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরপরই ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
আইডিএফ জানিয়েছে, “এই মুহূর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। জনগণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’ (ঘরোয়া প্রতিরক্ষা দপ্তর)-এর নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে।”
স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সরকার ও প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন হামলা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
মন্তব্য করুন