ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

ইরান-ইসরায়েল চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গোপন স্থানে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরায়েলি হামলায় তার প্রাণনাশের আশঙ্কায় যুদ্ধবিরতির পরও তাকে জনসমক্ষে দেখা যায়নি।
এই অবস্থার মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে হত্যার ফতোয়া জারি করা হয়েছে বলে খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।
খবিতে বলা হয়, সোমবার (১ জুলাই) ইরানের কট্টরপন্থি ও খামেনির ঘনিষ্ঠ আলেম আলিরেজা পানাহিয়ান এক বক্তব্যে বিশ্ব মুসলিমদের প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যা করার আহ্বান জানান। তিনি বলেন, “খামেনিকে যারা হত্যার হুমকি দেয় বা হত্যার চেষ্টা করে, তারা মোহারেব—অর্থাৎ আল্লাহর শত্রু।”
তিনি আরও জানান, শীর্ষ শিয়া আলেমদের পক্ষ থেকে যে ফতোয়া জারি হয়েছে, তিনি তা সমর্থন করেন।
শিয়া ইসলামী ফিকাহ অনুযায়ী, কাউকে "মোহারেব" ঘোষণা করা এবং তার বিরুদ্ধে ফতোয়া জারি করা হলে, সেই নির্দেশ কার্যকর করাকে ধর্মীয় দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এর গুরুত্ব কেবল রাজনৈতিক নয়, ধর্মীয়ভাবেও তা গুরত্বপূর্ণ এবং কঠোর।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান শীর্ষ নেতার জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এই কঠোর অবস্থান নিয়েছে। পাশাপাশি, এই ফতোয়া যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াতে পারে।
উল্লেখ্য, ইসরায়েল-ইরান যুদ্ধের শুরু থেকেই ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও ধর্মীয় ব্যক্তিত্বদের লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ উঠে আসছে। এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে।
মন্তব্য করুন