logo
  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

‘দুঃখিত, এবার আর তা হবে না’

অনলাইন ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ১১:৪৯
সংগ্রহীত

জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে শুধু শোক নয়, এক সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

শফিকুল আলম লিখেছেন, “আমরা প্রায় দশ মাস অপেক্ষা করেছি—আশা করেছিলাম আওয়ামী লীগের সদস্য, নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করবেন এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের পাশে দাঁড়াবেন। কিন্তু বাস্তবে তারা করেছে শহীদদের নিয়ে উপহাস, সংগ্রামকে তুচ্ছ করে দেখা, আর পুরো জাতিকে ‘জঙ্গি’ বলে অপমান—এই আশায় যে বিদেশি প্রভুরা এসে তাদের ফের ক্ষমতায় বসিয়ে দেবেন।”

তিনি বলেন, “দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে। আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মধ্যেও মাথা তুলে দাঁড়াতে হয়। আমাদের শিখিয়েছে, ঝড়ের মতো গুলির মধ্যেও হাল না ছেড়ে দাঁড়িয়ে থাকতে হয়। এই মাস আমাদের ডিএনএ-তে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন বসিয়ে দিয়েছে।”

পোস্টে শফিকুল আলম আরও লেখেন, “জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের চোখ উপড়ে নেওয়া হয়েছে, যাদের আত্মা পর্যন্ত ছিন্নভিন্ন করা হয়েছে। যতক্ষণ না আপনারা ‘দুঃখিত’ বলেন, যতক্ষণ না আয়নায় নিজের হাতে লেগে থাকা রক্ত দেখতে পান—আপনাদের সঙ্গে কখনো শান্তি হবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব—আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে। লড়ব ভার্চুয়াল জগতেও। আপনাদের মুখোশ আমরা খুলে ফেলব। আপনারা গণহত্যার সহযোগী, মানবাধিকারের ডাকাত। আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মাটি থেকে মুছে ফেলব—তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব।”

পোস্টের শেষাংশে শফিকুল আলম লেখেন, “আপনারা কখনোই শান্তি পাবেন না, যতক্ষণ না শহীদদের প্রতি সম্মান দেখান, যতক্ষণ না বলেন—‘দুঃখিত’। জুলাই আমাদের বদলে দিয়েছে, আমরা আর আগের মতো নই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12