জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

জুলাই বিপ্লব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি এবং উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বগুড়ায় ছাত্রলীগ কর্মী আশরাফুল আলম তানজিলকে (২০) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১ জুলাই) রাতে শহরের সূত্রাপুর কসাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২ জুলাই) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার তানজিল বগুড়া শহরের সূত্রাপুর এলাকার মন্তেজার রহমানের ছেলে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার জানান, তানজিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার একজন সক্রিয় কর্মী। তিনি বলেন, “তানজিল ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে ধারাবাহিকভাবে কটূক্তি করে আসছিল। এছাড়া বিভিন্ন স্থানে সে বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছিল এবং ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নিচ্ছিল। সে শহরের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার জন্য সক্রিয়ভাবে তৎপর ছিল।”
ডিবি ওসি আরও জানান, জুলাই বিপ্লব চলাকালে আন্দোলনকারীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টাসহ একাধিক অপরাধে তানজিলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।
স্থানীয়ভাবে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন