গাজায় ইসরায়েলি সেনাদের আশ্রয়কৃত বাড়িতে বিস্ফোররণ

গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসে ইসরায়েলি সেনাদের অবস্থান করা একটি বাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধারা। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটির সশস্ত্র শাখা এ হামলার দায় স্বীকার করে।
টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানানো হয়, পূর্ব খান ইউনিসের ওই বাড়িতে আগেই বিস্ফোরক বসানো ছিল। সেখানে আশ্রয় নেওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। বিস্ফোরণের পর ঘটনাস্থলে হেলিকপ্টার নিয়ে আরও একটি ইসরায়েলি উদ্ধারকারী দল ছুটে আসে। তবে তাদের হস্তক্ষেপের আগেই ইসলামিক জিহাদের যোদ্ধারা মেশিনগান ও রকেটচালিত গ্রেনেড দিয়ে সেই বাহিনীকেও লক্ষ্যবস্তু করে বলে জানায় তারা।
এ হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। ইসরায়েলের দিক থেকেও এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।
গাজায় চলমান সংঘাতের মধ্যে এটি একটি নতুন উত্তেজনাকর ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য করুন