logo
  • শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে আইসিসিতে পাঠানো হলো

অনলাইন ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ১১:০৩
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার নেদারল্যান্ডসের দ্য হেগ শহরের আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে। দুতার্তেকে ম্যানিলা থেকে গ্রেপ্তার করে আইসিসির পরোয়ানার ভিত্তিতে পাঠানো হয়েছে।

৭৯ বছর বয়সী দুতার্তে ফিলিপাইনের প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি আইসিসির বিচারের মুখোমুখি হচ্ছেন। তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন এবং তার মাদকবিরোধী অভিযানে হাজার হাজার মানুষ নিহত হন। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের হত্যার অভিযোগ রয়েছে, যা বিশ্বব্যাপী নিন্দা সৃষ্টি করেছিল।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বলেন, দুতার্তেকে গ্রেপ্তার করার জন্য কোনো সহযোগিতা করা হয়নি এবং তিনি ইন্টারপোলের নির্দেশে গ্রেপ্তার হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
ফিলিস্তিনিদের দুর্দশাকে ‘যীশু খ্রিস্টের কষ্ট’র সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ চার ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত
12