logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

মাদাগাস্কারে জেন জি বিক্ষোভের মুখে সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮
সংগ্রহীত

দীর্ঘদিনের বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে জেন জি বা তরুণ প্রজন্ম-নেতৃত্বাধীন বিক্ষোভে টালমাটাল হয়ে উঠেছে মাদাগাস্কার। অবশেষে চাপের মুখে সোমবার (২৯ সেপ্টেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা।

তিনি জানান, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার দায়িত্ব বাতিল করা হয়েছে এবং আগামী তিন দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আবেদন গ্রহণ করা হবে। প্রেসিডেন্ট বলেন, “সরকারের সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যর্থ হয়েছেন, আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি।”

গত বৃহস্পতিবার রাজধানী আন্টানানারিবোতে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত দেশের আটটি শহরে ছড়িয়ে পড়ে। হাজার হাজার তরুণ স্লোগান তোলে— “আমরা বাঁচতে চাই, শুধু টিকে থাকতে চাই না।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বিক্ষোভকারী ছাড়াও পথচারী রয়েছেন। তবে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করে একে “ভুল তথ্য” বলে দাবি করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আন্টানানারিবোতে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কারফিউ জারি করা হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে গ্রেপ্তার, মারধর এবং সরাসরি গুলি চালানোর ঘটনাও ঘটেছে।

প্রথমে কেবল জ্বালানি মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। কিন্তু তরুণদের দাবিতে সরকারের সার্বিক পদত্যাগের দাবি উঠলে সংকট তীব্রতর হয়। ভাষণে প্রেসিডেন্ট স্বীকার করেন— জনগণের রাগ, ক্ষোভ ও দুঃখ তিনি উপলব্ধি করছেন এবং তরুণদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন।

এদিকে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, তাদের আন্দোলন দুর্বল করতে ভাড়া করা গুন্ডারা বিভিন্ন ভবনে লুটপাট চালিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12