ইসরায়েল মধ্যপ্রাচ্যে 'হাসির পাত্রে' পরিণত হয়েছে

ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও ডানপন্থী নেতা ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, গাজা সংকট ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে ইসরায়েল মধ্যপ্রাচ্যে 'হাসির পাত্রে' পরিণত হয়েছে।
আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার নীতিকে "দুর্বল" আখ্যা দিয়ে বেন-গভির মানবিক সহায়তা প্রদানের বিরুদ্ধে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন। তার মতে, এই সহায়তা হামাসকে শক্তিশালী করছে।
বেন-গভির নেতানিয়াহু সরকারের উপর মার্কিন চাপের সমালোচনা করে বলেন, "বহিরাগত চাপের ভিত্তিতে দেশ পরিচালনা সম্ভব নয়।" তিনি ফিলিস্তিনিদের 'স্বেচ্ছায় অভিবাসন' ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করেন।
গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির প্রতিবাদে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। বেন-গভির স্পষ্ট করেন, হামাসের সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না।
জাগতিক /এস আই
মন্তব্য করুন