ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৫ জনে। পাশাপাশি এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১৬২ জন ফিলিস্তিনি।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই বছর ধরে চলমান অভিযানে ফিলিস্তিনিদের ওপর অব্যাহতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে দুজন ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এবং আহত হয়েছেন ৩৭৯ জন।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকা রয়েছেন, কিন্তু সরঞ্জাম ও জনবল সংকটের কারণে তাদের উদ্ধার সম্ভব হচ্ছে না।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ৬ ফিলিস্তিনি নিহত এবং ৬৬ জন আহত হয়েছেন। এ নিয়ে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৬৬ এবং আহতের সংখ্যা ১৮ হাজার ৭৬৯।
উল্লেখ্য, অবরুদ্ধ গাজায় ইসরায়েলের আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইতিমধ্যেই গণহত্যার মামলা চলমান। তারপরও থেমে নেই ইসরায়েলের হামলা। বরং প্রতিদিনের নৃশংসতায় বাড়ছে হতাহতের সংখ্যা, আর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে।
মন্তব্য করুন