logo
  • বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

হলিউডের অন্যতম প্রিয় ও দীর্ঘস্থায়ী এই তারকা ক্যালিফোর্নিয়ায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন

অনলাইন ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ১১:০৮

অস্কারজয়ী অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। হলিউডের অন্যতম প্রিয় ও দীর্ঘস্থায়ী এই তারকা ক্যালিফোর্নিয়ায় ৭৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

পিপল ম্যাগাজিন খবরটি নিশ্চিত করেছে। তবে মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কিটনের পরিবারের পক্ষ থেকে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

ডায়ান কিটনের অভিনয়জীবনের বড় সাফল্য আসে “দ্য গডফাদার” (১৯৭২) ছবিতে, যেখানে তিনি মাইকেল করলিওনের (আল প্যাচিনো অভিনীত) স্ত্রী কাই অ্যাডামসের ভূমিকায় অভিনয় করেন। তিনি ছবিটির পরবর্তী দুই সিক্যুয়েলেও একই চরিত্রে ছিলেন।
১৯৭৭ সালে “অ্যানি হল”–এ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর অস্কার জেতেন। এছাড়া “রেডস” (১৯৮১), “মারভিনস রুম” (১৯৯৬) এবং “সামথিংস গটা গিভ” (২০০৩)–এর জন্যও অস্কারে মনোনয়ন পান।

ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে কিটন সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। জটিল ও কখনো কখনো বিতর্কিত নারী চরিত্রে তাঁর অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয় “লুকিং ফর মি. গুডবার”, “শুট দ্য মুন” এবং “দ্য গুড মাদার”–এর মতো চলচ্চিত্রে।

উডি অ্যালেনের সঙ্গে তাঁর দীর্ঘ সৃজনশীল অংশীদারিত্ব শুরু হয় মঞ্চনাটক “প্লে ইট এগেইন, স্যাম”–এর মাধ্যমে, যার জন্য তিনি ১৯৭১ সালে টনি পুরস্কারের জন্য মনোনীত হন। পরবর্তীতে তাঁরা একসঙ্গে আটটি চলচ্চিত্রে কাজ করেন, যার মধ্যে রয়েছে “স্লিপার” (১৯৭৩), “লাভ অ্যান্ড ডেথ” (১৯৭৫) এবং “ম্যানহাটন” (১৯৭৯)।

ডায়ান কিটনের অভিনয় প্রতিভা কমেডি ঘরানাতেও সমান উজ্জ্বল ছিল। “বেবি বুম”, “ফাদার অব দ্য ব্রাইড” ও এর সিক্যুয়েল, “দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব” এবং “বুক ক্লাব”–এর মতো জনপ্রিয় ছবিতে তিনি দর্শকদের মন জয় করেন।

তাঁর শেষ চলচ্চিত্র হিসেবে ধরা হচ্ছে “বুক ক্লাব: দ্য নেক্সট চ্যাপ্টার” (২০২৩)। ছবিটির প্রচারণার সময় দ্য গার্ডিয়ান-এর সঙ্গে এক সাক্ষাৎকারে কিটন জানান, মহামারি শুরুর পর থেকে তিনি সাতটি চলচ্চিত্র সম্পন্ন করেছেন—যা তাঁর দীর্ঘ কর্মজীবনের এক অসাধারণ সাফল্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12