logo
  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

টিউশনি করাতে গিয়ে খুন হলেন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর ২০২৫, ২২:৫৫
সংগ্রহীত

পুরান ঢাকায় আরমানিটোলা-মাহুতটলির নুরবক্স লেনের রৌশন ভিলায় টিউশনি করাতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়েদ।

আজ রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসায় লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, "ছুরিকাঘাতে নিহত হয়েছে। ওই বাসাটিই ছিল তার টিউশনের বাসা। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।” মৃত শিক্ষার্থী জুবায়েদ হোসাইন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

জানা গেছে নিহত জুবায়েদ ফরাশগঞ্জের বাসিন্দা, বিকাল নাগাদ তিনি নুরবক্স লেনের সড়কে পাঠদান প্রদান করতে আসেন, (কোচিং করাতে আসেন)। ধারনা করা হচ্ছে তারপর হত্যার স্বীকার হন এ শিক্ষার্থী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, রৌশন ভিলায় ৪:২৫ মিনিট পরের সময় থেকে আহত অবস্থা সিঁড়িতে পরে ছিল জোবায়ের, তবে কোন বাসিন্দা তাকে বাচাতে এগিয়ে আসেননি। এই নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ভবনটির সামনে বিক্ষোভ করছেন।

শিক্ষার্থীদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকান্ড। এবিষয়ে বংশাল থানার কোন মন্তব্য, পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ সিঁড়িতে পরে আছে, তা ফরেনসিক রিপোর্ট করার জন্য বা ময়নাতদন্তের জন্য এখনো লাশ মর্গে নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, "মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12