আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন তিনি। তামিম লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।”
তামিম জানান, অনেক দিন ধরে তিনি এ সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর থাকায় তিনি চাচ্ছেন না তার কারণে দলে কোনো আলোচনা বা জটিলতা তৈরি হোক।
জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম। তবে তার অবসর নিয়ে গণমাধ্যমে নানা ধরনের গুঞ্জন তাকে বিরক্ত করেছে। তিনি বলেন, “অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়া একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি সময় নিয়ে ভেবেছি এবং এখন মনে হচ্ছে, সঠিক সময় এসে গেছে।”
তামিমের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ফেরানোর জন্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং নির্বাচকরা আন্তরিক চেষ্টা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তামিম জানান, নিজের মন থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
অবসর ঘোষণার দিনে ভক্তদের ভালোবাসার কথা উল্লেখ করেন তামিম। তিনি বলেন, “বিশ্বকাপের আগে যা হয়েছে, তা আমার জন্য বড় ধাক্কা ছিল। তারপরও যেখানেই গিয়েছি, সবাই আমাকে আবার জাতীয় দলে দেখতে চেয়েছে। তাদের ভালোবাসা আমি ভুলব না।”
সবশেষে, নিজের ছেলের কথাও উল্লেখ করেন তামিম। তিনি বলেন, “আমার ছেলে আমাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চেয়েছিল। তাকে বলছি, তুমি যখন বড় হবে, তখন বাবার সিদ্ধান্ত বুঝতে পারবে।”
তামিম ইকবালের তিন ফরম্যাট মিলিয়ে ১৫ হাজারের বেশি রান তার অসামান্য ক্যারিয়ারের প্রমাণ। তার অবসরে বাংলাদেশ ক্রিকেট এক উজ্জ্বল অধ্যায়কে বিদায় জানাল।
জাগতিক/ আফরোজা
মন্তব্য করুন