দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মত হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে নামিবিয়া
নিজেদের মাঠে ইতিহাস গড়ল নামিবিয়া। আইসিসির সহযোগি সদস্য দেশটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এক বিশাল অর্জন করল। এর আগে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে হারানোর পর এবার আফ্রিকার মত বড় দলটিকেও হারাল তারা।
১৩৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল নামিবিয়া। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে জয়েন জন্য শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ১১ রান । প্রথম বলেই ছক্কা হাঁকান জেন গ্রিন। পরের চার বল থেকে চার রান তুলে ম্যাচ টাই করে ফেলেন তিনি। শেষ বলটি চার মেরে জয় নিশ্চিত করেন নামিবিয়া।
এই টি-টোয়েন্টি ম্যাচটি নামিবিয়ার ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে বহুদিন। উইন্ডহু স্টেডিয়ামে গতকালই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছিল। নতুন মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে প্রথমবারের সআক্ষাতেই জয় তুলে নেয় নামিবিয়া।
ঘরের মাঠে প্রথমে বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৪ রানে আটকে দেয়। দক্ষিণ আফ্রিকার দলের অনেক খেলোয়াড় পাকিস্তান সফরে টেস্ট খেলতে থাকায় দ্বিতীয় সারির দল মাঠে নামায় আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে সবচেয়ে বেশি রান করেন জ্যাসন স্মিথ, ৩১ রান। কুইন্টন ডি কক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও মাত্র এক রানেই সাজঘরে ফেরেন তিনি।
বল হাতে রুবেন ট্রুম্পেলম্যান দারুণ বোলিং করেন। তিনি ৪ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন।
রান তাড়ায় শুরুতিই নামিবিয়া মাত্র ২৮ রানে দুই উইকেট হারায়। তবে মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দলকে টেনে নিয়ে যায় জয়ের বন্দরে। এক সময় ১০৬ রানেই ছয় ব্যাটার ফিরে গেলেও, সপ্তম উইকেটে ট্রুম্পেলম্যান ও জেন গ্রিনের ৩৭ রানের জুটি জয় এনে দেয় নামিবিয়াকে।
মন্তব্য করুন