বাংলাদেশের লক্ষ্য ৩০০ রান, কিন্তু প্রস্তুতি ও কৌশলে ঘাটত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে চলছে তুমুল আলোচনা। দলটি এখন পর্যন্ত প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন মনে করেন, ৩০০ রান করা জরুরি, কারণ আধুনিক ওয়ানডে ক্রিকেটে নিরাপদ স্কোর ৩৫০ রানও হয়ে উঠতে পারে।
বাংলাদেশের কোচিং স্টাফের মতে, ব্যাটাররা যদি ৩০০ রান তুলতে পারেন, তাহলে বোলাররা জয় নিশ্চিত করতে পারবে। কিন্তু সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটারদের ব্যর্থতায় দল লো স্কোরিং ম্যাচ খেলতে বাধ্য হচ্ছে।
বাংলাদেশের ব্যাটিং সমস্যার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মাঝের ওভারগুলোর ব্যর্থতা এবং ডট বলের আধিক্য চিহ্নিত করেছেন।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, "বাংলাদেশ দল যতদিন না মাঝের ওভারগুলোতে উইকেট কম হারিয়ে ভালো ব্যাটিং করতে পারবে, ততদিন বড় স্কোর গড়া কঠিন হবে। তেমনি মাঝের ওভারগুলোতে উইকেট টেকিং বোলারও দরকার, যা এবাদত হোসেন করতে পারতেন।"
বাংলাদেশের ব্যাটাররা ভারতের বিপক্ষে ১৫৯টি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮৫টি ডট বল খেলেছে। সালাউদ্দিন অবশ্য এই পরিসংখ্যানকে ব্যর্থতার কারণ হিসেবে দেখেন না। তিনি বলেন, "আরও বেশি ডট বল খেললেও কিছু মনে করতাম না, যদি আমরা উইকেট ধরে রাখতে পারতাম। রান রেট ঠিক ছিল, কিন্তু মাঝের ওভারে উইকেট হারানোর কারণে আমরা ৩০০ ছুঁতে পারিনি।"
বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কোচ সালাউদ্দিন বলেন, "আমাদের প্রস্তুতি আরও ভালো হতে পারত। ভারত ও ইংল্যান্ড দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছে, আমরা বিপিএল খেলে চলে এসেছি। আমরা চাইলে বিপিএল ১৫ দিন আগেই শেষ করতে পারতাম, যা আমাদের ভালো প্রস্তুতির সুযোগ দিত।"
তিনি আরও বলেন, "আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, আমরা জয়ের লক্ষ্য নিয়েই এসেছি। যদিও এখন পর্যন্ত সেটা বাস্তবে রূপ নেয়নি, তবে আমরা আমাদের সামর্থ্যে বিশ্বাস রাখছি।"
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দল কৌশলগত পরিবর্তন আনতে পারে। কোচ সালাউদ্দিন বলেছেন, "আমরা এমন একাদশ নামাব যারা ম্যাচ জেতাতে পারে। এটি কোনো পরীক্ষা-নিরীক্ষার সময় নয়। এখন যারা পারফর্ম করবে, তারাই খেলবে।"
তবে বিশেষজ্ঞরা বলছেন, দলে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া দরকার। বিশেষ করে উইকেট টেকিং বোলার ও মিডল-অর্ডারে স্ট্যাবিলিটি আনতে পারে এমন ব্যাটার দরকার।
বাংলাদেশ দলের সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে বড় টুর্নামেন্টে ব্যর্থতা নতুন কিছু নয়। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেললেও এবার এখন পর্যন্ত হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে দলটি।
এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে দল কি নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে পারবে? নাকি আরও একবার টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হবে? ৩০০ রান করা তো দূরের কথা, দলের ব্যাটিং লাইনআপ কি সেই চ্যালেঞ্জ নেওয়ার মতো প্রস্তুত?
মন্তব্য করুন