logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

ফিফার কমিটিতে জায়গা পেলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

অনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর ২০২৫, ১৩:২৬

বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ এক সুখবর এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে। ফিফার একটি গুরুত্বপূর্ণ কমিটিতে সদস্য হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।
ফিফার ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন কমিটি’তে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তাবিথ আউয়াল। এই কমিটি বিশ্ব ফুটবলে প্রযুক্তি, উদ্ভাবন এবং ডিজিটাল রূপান্তর সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।
ফিফার এই কমিটির চেয়ারম্যান আইসল্যান্ডের থরভালদুর ওরলিগসন, আর ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন ভেনেজুয়েলার হোর্হে গিমেনেজ। তাবিথ আউয়ালের এই নিয়োগকে বাংলাদেশের ফুটবলের জন্য এক ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বাফুফে সূত্রে জানা গেছে, এই কমিটিতে কাজ করার মাধ্যমে তাবিথ আউয়াল বিশ্ব ফুটবলের প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের উন্নয়ন প্রক্রিয়ায় সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবেন।
একই দিনে আরও এক বাংলাদেশি ফুটবল কর্মকর্তা পেয়েছেন ফিফার ডাকে সাড়া দেওয়ার সুযোগ। বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকে মনোনীত করা হয়েছে ফিফার ইউথ গার্লস কম্পিটিশন কমিটির সদস্য হিসেবে।
একই সময়ে দুই বাংলাদেশিকে ফিফার দুই গুরুত্বপূর্ণ কমিটিতে অন্তর্ভুক্ত করা বাংলাদেশের ফুটবলের জন্য নিঃসন্দেহে এক বড় অর্জন। বিশেষজ্ঞরা বলছেন, এটি আন্তর্জাতিক পর্যায়ে দেশের ফুটবল প্রশাসনের সক্ষমতার স্বীকৃতি এবং ভবিষ্যৎ উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচনের ইঙ্গিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12