আবারও অদ্ভুত চোট, ম্যাক্সওয়েল এখন কোচ

গ্লেন ম্যাক্সওয়েল এবার কোচিংয়ে পা রাখছেন। ২১ অক্টোবর শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্প্রিং চ্যালেঞ্জে তিনি মেলবোর্ন স্টারসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন, জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান।
ম্যাক্সওয়েল মূলত চোটের কারণে কোচিংয়ে জড়িত হচ্ছেন। নিউজিল্যান্ড সিরিজের আগে মাউন্ট মঙ্গানুইয়ের নেটে অনুশীলনের সময় তার হাতে চোট লেগেছিল। আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের এমন অদ্ভুত চোটের ঘটনা নতুন নয়—তিন বছর আগে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে পা ভেঙেছিল, আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের সময় গলফ কার্ট থেকে পড়ে কনকাশন হয়েছিল তার।
মাঠের বাইরে থাকা এই সময়টি ম্যাক্সওয়েল কাজে লাগাবেন, স্টারসের প্রধান কোচ অ্যান্ডি ক্রিস্টির সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করে দলের জন্য পরামর্শ দেবেন। এই সংবাদে দলের ক্রিকেটাররাও আনন্দ প্রকাশ করেছেন। দলের উইকেটকিপার সোফি রিড বলেছেন,
"ম্যাক্সওয়েল টি-টোয়েন্টি খেলাটা যে কারও চেয়ে ভালো বোঝেন। মাঠে তিনি আমাদের পর্যবেক্ষণ করবেন ও পরামর্শ দেবেন। এটা সত্যিই অমূল্য।"
স্প্রিং চ্যালেঞ্জের প্রথম ম্যাচ হবে ২১ অক্টোবর অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। এটি দ্বিতীয়বার ক্রিকেট অস্ট্রেলিয়া আয়োজন করছে এবং বিগ ব্যাশ টুর্নামেন্টের আগে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বিগ ব্যাশের ৮ দলের পাশাপাশি অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি উইমেন্স ক্রিকেট দলও অংশগ্রহণ করবে।
মন্তব্য করুন