আবারও ছয় বলে ছয় ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন থিসারা পেরেরা

শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা আবারও ছয় বলে ছয় ছক্কা মেরে ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন। এশিয়ান লিজেন্ডস লিগের এলিমিনেটর ম্যাচে আফগানিস্তান পাঠানস দলের স্পিনার আয়ান খানের করা ইনিংসের শেষ ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করেন পেরেরা।
শনিবার (১৫ মার্চ) উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা লায়ন্সের হয়ে তিনি অপরাজিত ৩৬ বলে ১০৮ রান করেন। এর আগে ২০২১ সালে লিস্ট ‘এ’ ক্রিকেটে শ্রীলঙ্কা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে ছয় বলে ছয়টি ছক্কা মেরেছিলেন তিনি, এবং এখন তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে দুবার ছয় বলে ছয় ছক্কা মারার রেকর্ড গড়েছেন।
এই ম্যাচে শ্রীলঙ্কা লায়ন্স আফগানিস্তান পাঠানসকে ২৬ রানে হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে। পাঠানরা ২০৪ রান করতে পারে। পেরেরার ইনিংসে ১৩টি ছক্কা এবং ২টি চার ছিল। এর পাশাপাশি তিনি এবং ফার্নান্দো চতুর্থ উইকেটে মাত্র ৬২ বলে ১৫৫ রান যোগ করেন।
এই অসাধারণ ইনিংসের পর পেরেরা ৩৬ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন এবং শ্রীলঙ্কার দল তাদের জয় নিশ্চিত করে।
জাগতিক /এস আই
মন্তব্য করুন