logo
  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পাস করেনি ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক
  ১৬ অক্টোবর ২০২৫, ১৪:১৫
ছবি: ইন্টারনেট

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ । এ বছর সারাদেশে পাসের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৬৫টি। অর্থাৎ, এ বছর ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণেরও বেশি বেড়েছে।

এবার সারা দেশে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। অর্থাৎ, এক বছরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন, ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

এবছর দেশজুড়ে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন কারণে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

এ বছরের ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটোই কমে গেছে। শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, এ বছরের ফলাফল শিক্ষাব্যবস্থায় নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12