যারা আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই এই কলেজের ছাত্র

আজ (১৬ অক্টোবর, ২০২৫) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকার খ্যাতনামা সাত সরকারী কলেজের ঐতিহ্য ও স্বাতন্ত্র সংরক্ষণের দাবিতে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরা মানব বন্ধন করে।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের সাবেক ভিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহি কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। এছাড়াও ঢাকা কলেজ ছাত্র সংসদের প্রাক্তণ ভিপি হারুনুর রশীদ হারুন।
প্রাক্তণ ছাত্রনেতা ভিপি হারুন বলেন “যে জাতী যত শিক্ষিত সে জাতী তত উন্নত। বর্তমান শিক্ষা উপদেষ্টা গত ১৫ মাসে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার পায়তারা করছে। যারা আজ বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন তারা সবাই এই কলেজের ছাত্র। তিনি আরো জানান বাংলাদেশ বিনির্মানে অন্তবর্তী সরকারের পায়তারা সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বসে বসে দেখবে না।
কবি নজরুল কলেজের একজন এইচ এস সি শিক্ষার্থী বলেছেন, “অনার্সের ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ নাই। ঐতিহ্য রক্ষার স্বার্থে আমরা এখানে এসেছি, আমরা এসেছি ১৮০ বছরের ঐতিহ্য রক্ষা করতে।
মন্তব্য করুন