logo
  • রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের বক্তব্য

জাতীয় সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়

জাগতিক ডেস্ক

  ২৬ জানুয়ারি ২০২৫, ০১:৪৮
ছবি: এ আই

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুর বলেছেন, জাতীয় সরকার গঠন ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ বা প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা সম্ভব নয়। তিনি জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার জন্য একটি জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন।

শনিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আলোচ্য বিষয় ছিল ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি।’

ভিপি নুর বলেন, ‘যে কোনো রাজনৈতিক দলের উচিত জাতীয় সরকারে অংশগ্রহণ করা। যারা এতে অংশ করবে না, তাদের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার সুযোগ পেলে কাউকে ছাড়বে না। তাদের কামব্যাক করানোর জন্য ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন সংস্থা কাজ করবে এবং ফান্ড দেবে।’

ছাত্র সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে ছাত্র সংগঠনগুলোর মধ্যে দৃঢ় অবস্থান দেখা যাচ্ছে না। তাদের ধারাবাহিক আন্দোলন চালানোর প্রয়োজন ছিল, কিন্তু তারা কেন সুবিধাবাদী অবস্থায় আছে তা বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, জাতীয় সরকার গঠনের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকলকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
ইসিকে গণিমতের মাল হিসেবে ভাগ করেছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসিরুদ্দিন পাটওয়ারী
শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলল এনসিপি
“সেবিষয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্যই আমার বক্তব্য”- আওয়ামী লীগের কার্যক্রম স্থগিতের ব্যপারে ইসি আনোয়ারুল
 বিক্ষোভের মুখে জুলাই সনদের পঞ্চম দফা সংশোধন করল জাতীয় ঐকমত্য কমিশন
12