logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

জনতা যদি নীতিনির্ধারণ প্রক্রিয়ার বাইরে থাকে, তবে রাজনীতি দুর্বল হয়ে পড়বে : তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

  ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১০

এতো বিপুল সংখ্যক জনতা যদি পলিসি মেকিংয়ের বাইরে থাকে রাজনীতিতে যদি তাদের ইনপুট দেয়ার সুযোগ না থাকে তাহলে রাজনীতি টাই দুর্বল হয়ে পড়বে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'আমরা যখন মাঠে মানুষের সঙ্গে কথা বলি- তৃণমূলে, উঠানে, চায়ের দোকানে- তখন তারা খুব ভালোভাবে জানেন কোথায় তাদের ঠকানো হচ্ছে। যখন কোনো মা বলেন, ‘আমি বিচার চাই’, কিংবা কোনো বাবা প্রশ্ন করেন, ‘আমি সাত লাখ টাকা ঘুষ দিয়ে কেন ছেলের চাকরি কিনব?’- তখন তারা প্রকৃতপক্ষে পরিবর্তনের কথাই বলছেন, সংস্কারের কথাই বলছেন।'

এছাড়াও বলেন, যারা ক্ষমতায় থাকেন, রাজনীতিবিদরা; যারা ব্যবসায়ী আছেন, সেই নেক্সাস মিলে আমাদের একটা অসম সমাজ তৈরি করা হয়েছে। একটা দারিদ্র্যের মধ্যে আমাদের রাখা হয়েছে এবং আমাদের যেসব সুবিধা নাগরিক হিসেবে পাওয়ার কথা সেই জায়গাটা থেকে যে বঞ্চিত করা হচ্ছে; এটা মানুষ বোঝে। শুধু মানুষ বোঝে বলেই গত বছর তারা এই অসমতার বিরুদ্ধে, অন্যায়গুলোর বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা প্রাণ দিতেও দ্বিধা করেনি।

তরুণদের গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, তরুণদেরও ছোট করে দেখার একটা প্রবণতা আমরা দেখছি গত এক/দেড় বছর ধরে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমাদের ৫৭ শতাংশ ২৫ বছরের নিচে। তো এই বিপুল জনসংখ্যাকে আমরা যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে না পারি সেটা আমাদের ব্যর্থতা হবে। আমাদের সামনে খুব সুন্দর একটা সুযোগ এসেছে যেখানে তরুণরা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তারা চিন্তা করছেন দেশের জন্য কীভাবে তারা অবদান রাখবেন, কীভাবে তারা দেশের হয়ে কাজ করবেন।

এই তরুণদের কীভাবে রাজনীতিতে সম্পৃক্ত রাখা যায় সেই পরিবেশ করে দেওয়া রাজনীতিবিদের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরো উল্ল্যেখ করেন, অভ্যুথ্যানের সময় আমরা দেখেছি নারীরা কিভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু যত দিন যাচ্ছে তারা ছিটকে পড়ছেন, সেই পরিবেশটা এখনো তৈরী হয়নি। নারীরা বিভিন্ন ভাবে হয়রানিওর শিকার হচ্ছেন। এই পরিবেশ তা যদি তৈরী করে দিতে না পারি তাহলে নারীদের রাজনীতি তে আসতে দিতে সহায়তা করতে পারবো না।

এছাড়াও, এতো বিপুল সংখ্যক জনতা যদি পলিসি মেকিংয়ের বাইরে থাকে রাজনীতিতে যদি তাদের ইনপুট দেয়ার সুযোগ না থাকে তাহলে রাজনীতি টাই দুর্বল হয়ে পড়বে।

পাশাপাশি যারা দেশের বাইরে থাকেন আন্দোলনের সময় তারা আমাদের আওয়াজ হয়েছিলেন। দেশের বাইরে যারা আছেন তাদের নিয়েও যেন ভবিষ্যৎ পথরেখা তা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12