মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে ১৭ বছর বয়সী ক্রিকেটারের মৃত্যু
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ক্রিকেট অনুশীলনের সময় একটি বলের আঘাতে ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন মারা গেছেন। মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় বেনের ঘাড়ে বলের আঘাত লাগে। তিনি হেলমেট পরা থাকলেও ‘নেক গার্ড’ ব্যবহার করেননি। সাইডআর্ম থ্রোয়ার থেকে বলটি তাকে আঘাত করে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানায়, “বেনের মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে।” ক্লাবের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, “বেন স্থানীয় ক্রিকেটে অত্যন্ত মেধাবী ছিলেন এবং সবার প্রিয় ছিল। আমরা জানি, এই দুঃখজনক খবর আমাদের সম্প্রদায়কে প্রচণ্ডভাবে নাড়া দেবে।”
বেনের পরিবার তার মৃত্যুতে শোক প্রকাশ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমবেদনা জানানো হয়েছে। তার বাবা জেস অস্টিন বলেন, “আমরা আমাদের প্রিয় বেনকে হারিয়ে অত্যন্ত মর্মাহত। তবে কিছুটা শান্তি পাই এই ভেবে যে, বেন ঠিক সেই কাজটাই করছিল, যা সে প্রিয়তম গ্রীষ্মে করে আসছিল—বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল।”
এ ঘটনার পর, ২০১৪ সালের শেফিল্ড শিল্ডে ফিলিপ হিউজের মৃত্যু স্মরণ করা হয়, যিনি ঘাড়ে বলের আঘাতে মারা গিয়েছিলেন। হিউজের মৃত্যুর পর, ক্রিকেটে খেলোয়াড়দের সুরক্ষার জন্য বেশ কিছু নতুন নিরাপত্তা ব্যবস্থা এবং কনকাশন প্রটোকল আনা হয়েছিল।
মন্তব্য করুন

