logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

আলাপ ব্যর্থ, আফগান নেতাদের আবার ‘গুহায় ঢোকানোর’ হুমকি পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  ২৯ অক্টোবর ২০২৫, ২০:০৭

আলাপ-আলোচনা বন্ধ হয়ে গেছে। তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত তিনদিনের বৈঠক ফল না দিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তান তাইলে—তাদের ভূখণ্ড থেকে আবার সন্ত্রাসীরা যদি পাকিস্তানে এসে আত্মঘাতী বা অন্য কোনো হামলা চালায়, তাহলে তালেবান সরকারকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি বলেন, তালেবান নেতাদের আবার “গুহায় ঢোকানো” হবে।

আসিফ বলেন, পাকিস্তান বহু বন্ধু দেশের অনুরোধে তালেবান সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছিল শান্তি আনার জন্য। কিন্তু তালেবান সরকারের কিছু মন্তব্য তাদের উদ্দেশ্য সন্দেহ সৃষ্টি করেছে। তিনি এক্সে লিখেছেন, তাদের মধ্যে ঝামেলা রয়েছে এবং উদ্দেশ্য ভালো নয়।

তিনি আরও বলেন, যদি তালেবান লড়াই করতে চায়, তাহলে তারা দেখবে আবার সেই দৃশ্য—যখন তারা পালিয়ে গেছে। পাকিস্তানের সামান্য সামরিক শক্তিই তাদের নিশ্চিহ্নকরণে যথেষ্ট।

প্রতিরক্ষামন্ত্রী ইতিহাসের ২০ বছরের যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, সেই সময়ে তালেবানের উচ্চপদস্থরা লুকিয়ে থেকে যুদ্ধ পরিচালনা করত। এখনও তারা যুদ্ধ চালিয়ে ক্ষমতা ধরে রাখতে চায় বলে তিনি অভিযোগ করেন।

খাজা আসিফ আফগানিস্তানকে “সাম্রাজ্যবাদের কবরস্থান” বলা নিয়ে বলছেন, বাস্তবে এ দেশটি সাধারণ মানুষের কবরস্থান হয়েছে। যারা এই অঞ্চলে মারা গেছে তাদের বেশির ভাগই আফগানি। তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান আর কোনো ধরণের প্রতারণা বা উপহাস সহ্য করবে না।

আলাপ না হওয়া ও সতর্কবার্তার পর পরিস্থিতি কিছুটা উত্তেজক দেখাচ্ছে। পাকিস্তান বলছে, প্রয়োজন হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12