logo
  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

ছোট ছোট দলগুলোকে ঐক্যবদ্ধ শক্তিতে রূপ দিতে হবে: মজিবুর রহমান মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

  ৩০ অক্টোবর ২০২৫, ১৮:০৪

রাজনীতির পুরনো ধারা থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, পুরনো রাজনীতির প্রতি যেমন মানুষের আগ্রহ কমেছে, তেমনি নতুন রাজনীতির প্রতিও আস্থা তৈরি হয়নি, এটাই এখন বড় সংকট।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে নাগরিক ঐক্য আয়োজিত ‘রাজনীতির বর্তমান এবং ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, কেন সার্জিস আলমকে এখনো মোটরবাইক শোভাযাত্রা করতে হয়, কেন সচিবালয়ের দরজায় ঘুরতে হয় তদবিরের জন্য? এটা তো পুরনো রাজনীতির ফরম্যাট। কিন্তু বাস্তবতা হচ্ছে, সার্জিস আলম যদি রিকশায় করে এলাকায় যেতেন, তাহলে অনেকে বলত, এদের তো এখনো সময় আসেনি, মানুষ চেনে না। এই অবস্থাই আসলে আমাদের সংকট।

তিনি বলেন, “তরুণরা এখনো সেই পরিমাণ সক্ষমতা অর্জন করতে পারেনি যাতে বড় দলগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে। তাই নতুন রাজনীতির প্রতি মানুষের আগ্রহ না থাকলেও পুরনো রাজনীতির প্রতিও তো আগ্রহ নেই। কোন দলের প্রতি আজ মানুষের আস্থা আছে? জরিপগুলো বলছে, অর্ধেক মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারছে না কাকে বিশ্বাস করবে।”

নতুন রাজনীতির শক্তি গড়ে তুলতে ঐক্যের আহ্বান জানিয়ে মঞ্জু বলেন, আমরা যারা নতুন রাজনীতির কথা বলি, যার যতটুকু শক্তি আছে সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে মানুষও নতুন রাজনীতিকে আঁকড়ে ধরত।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে এখন যেভাবে দেখা হচ্ছে, তাতে অনেকে আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতার হিসাব-নিকাশে ব্যস্ত। আমি স্পষ্ট করে বলতে চাই, আগামী নির্বাচন শুধু এমপি হওয়ার নির্বাচন নয়। এটা হতে হবে বাংলাদেশকে নতুন দিশা দেওয়ার নির্বাচন।

তিনি আরও বলেন, অনেকে বলেন নতুন রাজনীতির কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই সম্ভাবনা ফিকে হয়ে যাওয়ার পেছনে দায় শুধু নুরুল হক নুর, গণ অধিকার পরিষদ বা এনসিপির নয়। তারা হতাশা দিলেও, নতুন চিন্তার দ্বার খুলে দিয়েছে। এখন দরকার সবাই মিলে একটি বিশ্বাসযোগ্য বিকল্প শক্তি গড়ে তোলা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12