১৯ শতাংশ কমে সারাদেশে এবার এইচএসসি/সমমানের পাশের হার ৫৮.৮৩ শতাংশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় আশঙ্কাজনক ধস নেমেছে পাশের হারে। এবারে সারা দেশে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
এছাড়াও কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। গতবছরের চেয়ে ৭২২৮০ কমে এবারের জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬৯ হাজার ৯৭ জন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড একযোগে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের আয়োজনে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেছেন।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন পুরুষ ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন নারী শিক্ষার্থী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যেখানে অনুপস্থিত ছিলো প্রায় ২৭ হাজার শিক্ষার্থী।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪.৬২ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, কুমিল্লায় ৪৮.৮৬ শতাংশ, যশোরে ৫০.২০ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, বরিশালে ৬২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ।
এছাড়াও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫.৬১ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৬২.৫৭ শতাংশ।
উৎস : ডেইলি স্টার
মন্তব্য করুন