logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

ঢাকা উত্তরে কোরবানির হাটের ইজারা পেলেন বিএনপি নেতারা

অনলাইন ডেস্ক
  ০১ জুন ২০২৫, ১৩:০০
সংগ্রহীত

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৯টি অস্থায়ী পশুর হাটের ইজারার কার্যক্রম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে আটটি হাটের ইজারাদারই বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতারা, এমন তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

তবে উত্তর সিটির একমাত্র স্থায়ী পশুর হাট—গাবতলী হাটের ইজারা এখনো চূড়ান্ত হয়নি। তারপরও ঈদ উপলক্ষে সেখানে পশু কেনাবেচা চলবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল শনিবার পর্যন্ত মোট ১০টি পশুর হাটের অনুমোদন দেওয়া হয়েছে। আজ রোববার আরও তিনটি হাটের দরপত্র খোলার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে এবার ঢাকায় মোট ১৩টি হাট বসতে পারে।

ইজারার পেছনে রাজনৈতিক পরিচয়

ডিএনসিসি গত ২৯ এপ্রিল প্রথম দফায় ১০টি অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করে। তবে বাড্ডার আফতাবনগর ও খিলক্ষেত বনরূপা হাটের ইজারা উচ্চ আদালতের নির্দেশে বাতিল হয়ে যায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, খিলক্ষেতের মস্তুল চেকপোস্ট–সংলগ্ন হাটের ইজারা পেয়েছে সুরমি ইন্টারপ্রাইজ। যদিও প্রতিষ্ঠানটির মালিক মজিবুল্লা খন্দকার হলেও এই হাট পরিচালনায় মূল দায়িত্বে রয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন। বিষয়টি স্বীকার করে মজিবুল্লা বলেন, “হাট পরিচালনায় আকতার হোসেন সার্বিকভাবে আমাদের সঙ্গে আছেন।”

অন্যদিকে, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন হাটের ইজারা পেয়েছে জায়ান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মনিরুজ্জামান নিজেই জানিয়েছেন, তিনি যুবদলের তেজগাঁও শিল্পাঞ্চল থানা শাখার সদস্যসচিব।

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর

প্রথম দফায় আহ্বান করা দরপত্রে মাত্র তিনটি হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দর পাওয়া যায়। একটি হাটে সর্বোচ্চ দরদাতা ছিল দুটি প্রতিষ্ঠান, যাদের দর ছিল সমান। কর্তৃপক্ষ জানিয়েছে, দর বেশি থাকলে হাট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

ঈদে হাট শুরু ৩ জুন থেকে

জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ জুন দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। সেই হিসেবে ৩ জুন থেকে পশুর হাটগুলো শুরু হওয়ার কথা রয়েছে। ঈদের দিন পর্যন্ত হাট চলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12