বিজয় থালাপাতির সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু

তামিলনাডুর একটি রাজনৈতিক সমাবেশে ভিড়ের চাপে ৩৯ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। শনিবার, করুর জেলায় এই ঘটনা ঘটেছে, যেখানে দক্ষিণ ভারতের তামিলনাডু রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সাংবাদিকদের কাছে এই তথ্য জানান।
তামিলনাডুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপাতির সমাবেশে দশ হাজারেরও বেশি লোক উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বিজয় তার বাসের কাছে পৌঁছানোর সময় তার সমর্থকরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে একদল ভক্ত পড়ে যান, যার ফলে ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর বিজয় তাঁর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তিনি এক পোস্টে বলেন, "আমার হৃদয় ভেঙে গেছে। আমি যা অনুভব করছি তা বর্ণনাতীত, অসহনীয় দুঃখ।"
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন।
২০২৪ সালে অভিনয় থেকে অবসর নিয়ে নিজের রাজনৈতিক দল গঠন করেন বিজয়, তবে তিনি রাজ্য সরকারের দায়িত্ব নেওয়ার জন্য নির্বাচনে দাঁড়াবেন কিনা তা স্পষ্ট নয়।
ভারতে যখন বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, তখন এ ধরনের পদদলনের ঘটনা প্রায়ই ঘটে। জানুয়ারিতে, বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ মহাকুম্ভ মেলায় পবিত্র গঙ্গায় স্নান করতে গিয়ে অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছিলেন।
মন্তব্য করুন