logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

খাগড়াছড়িতে সহিংসতা

কিছুই নাই, সব ছাই, ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে'

অনলাইন ডেস্ক
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫
সংগ্রহীত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে রবিবারের সহিংসতায় অগ্নিসংযোগে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপ। পাহাড়ি নারী মিবু মারমার ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে, জীবনের সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, “কিছুই নাই, সব ছাই। ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে।”

বিক্ষোভ ও সংঘর্ষের সময় বাজারের বহু দোকানপাট, বসতঘর ও ভবনে আগুন দেওয়া হয়। সোমবারও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পোড়া টিন, ভস্মীভূত আসবাব, এমনকি মোটরসাইকেলের কাঠামো পড়ে আছে বাজারজুড়ে। অনেক ঘর অর্ধেক টিকে থাকলেও তা আর বসবাসের উপযোগী নয়।

স্থানীয়রা জানান, সহিংসতায় নিহত হয়েছেন অন্তত তিনজন, তবে এখনো কোনো মামলা হয়নি। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং স্থানীয় একটি পক্ষের যোগদানে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।

পাহাড়ি জনগণের অভিযোগ— ঘরবাড়ি ও দোকান হারিয়ে তারা এখন সম্পূর্ণ অনিশ্চয়তায়। কারও চোখে জল, কারও মনে ক্ষোভ, আর সবার মধ্যে আতঙ্ক। মিবু মারমার বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে মেয়ের আদরের বিড়ালটিকে আগুন থেকে রক্ষা করতে না পারার কষ্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12