খাগড়াছড়িতে সহিংসতা
কিছুই নাই, সব ছাই, ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে'

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে রবিবারের সহিংসতায় অগ্নিসংযোগে পুরো এলাকা এখন ধ্বংসস্তূপ। পাহাড়ি নারী মিবু মারমার ঘর ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে, জীবনের সবকিছু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, “কিছুই নাই, সব ছাই। ছাইয়ের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করছে।”
বিক্ষোভ ও সংঘর্ষের সময় বাজারের বহু দোকানপাট, বসতঘর ও ভবনে আগুন দেওয়া হয়। সোমবারও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। পোড়া টিন, ভস্মীভূত আসবাব, এমনকি মোটরসাইকেলের কাঠামো পড়ে আছে বাজারজুড়ে। অনেক ঘর অর্ধেক টিকে থাকলেও তা আর বসবাসের উপযোগী নয়।
স্থানীয়রা জানান, সহিংসতায় নিহত হয়েছেন অন্তত তিনজন, তবে এখনো কোনো মামলা হয়নি। পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া এবং স্থানীয় একটি পক্ষের যোগদানে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে।
পাহাড়ি জনগণের অভিযোগ— ঘরবাড়ি ও দোকান হারিয়ে তারা এখন সম্পূর্ণ অনিশ্চয়তায়। কারও চোখে জল, কারও মনে ক্ষোভ, আর সবার মধ্যে আতঙ্ক। মিবু মারমার বেদনাকে আরও বাড়িয়ে দিয়েছে মেয়ের আদরের বিড়ালটিকে আগুন থেকে রক্ষা করতে না পারার কষ্ট।
মন্তব্য করুন