logo
  • মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫ আশ্বিন ১৪৩২

শিরোনাম

  •     ১৯৪৭ থেকে আজ পর্যন্ত কারও কষ্টের জন্য বিনা শর্তে ক্ষমাপ্রার্থী” — টকশোতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান
  •     আমীর খসরু নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছি
  •     ছলছুতোয় রাজধানীর সড়ক অবরোধ করলেই অ্যাকশন
  •     ‘যুদ্ধের ইতি আমরাই টানব’ - ট্রাম্পকে কড়া হুশিয়ারি ইরানের
  •     ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না ট্রাম্প

অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারায় টহল জোরদার

অনলাইন ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
সংগ্রহীত

খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রী ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে জেলার সর্বত্র চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। অবরোধ চলাকালে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় জারি রয়েছে ১৪৪ ধারা। এতে পাহাড়ের জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া অবরোধে দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন বন্ধ রয়েছে। একই সঙ্গে জেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছে বিক্ষোভকারীরা। বাজার ও আশপাশের এলাকায় দোকানপাটও বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

অবরোধের কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়তি পুলিশ, সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, “গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। অবরোধকে ঘিরে যে কোনো নাশকতা ঠেকাতে আমরা সর্বদা তৎপর।”

এর আগে গত শনিবার থেকে খাগড়াছড়ি সদর ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে গুইমারা উপজেলাতেও চলছে ১৪৪ ধারা। গত রোববার গুইমারায় বিক্ষোভ ও সহিংসতায় গুলিতে তিনজন স্থানীয় নাগরিক নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন, যার মধ্যে রয়েছেন সেনা কর্মকর্তাসহ ১৩ সেনাসদস্য ও ৩ পুলিশ সদস্য। এ কারণে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12