যুক্তরাষ্ট্রে গির্জায় বন্দুক হামলা, অন্তত চারজনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে একটি গির্জায় বন্দুক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সময় ১০টা ২৫ মিনিটে চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে এই হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীও নিহতের তালিকায় রয়েছেন।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গির্জার পার্কিং এলাকায় সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডকে গুলি করে হত্যা করে। প্রথমে নিহতের সংখ্যা তিনজন বলা হলেও, সর্বশেষ তথ্যে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল হলেও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ প্রধান উইলিয়াম রেনেই এক সংবাদ সম্মেলনে জানান, “এই মুহূর্তে পুরো কমিউনিটি গভীরভাবে আহত ও শোকাহত।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি হটলাইন নম্বরও ঘোষণা করা হয়েছে।
মন্তব্য করুন