যারা স্বাধীনতার বিপক্ষে ছিল, তারা এখন উন্নয়নের কথা বলছে

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমানে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে জনগণের উন্নয়নের জন্য কাজ করার ওয়াদা করছে। অথচ তাদেরই অনেকে ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল এবং পাকিস্তানি সেনাদের সঙ্গে থেকে বাঙালিদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছিল।
তিনি অভিযোগ করে বলেন, “তারা এখনো জাতির কাছে ক্ষমা চায়নি। আগে ক্ষমা চান, জাতির কাছে দুঃখ প্রকাশ করুন। তারপর উন্নয়নের কথা বলুন।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচন এর বিকল্প নাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু আরও বলেন, সরকার পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতির নির্বাচন সামনে আনার চেষ্টা করছে, অথচ দেশের অর্ধেকের বেশি মানুষই এ বিষয়ে জানে না। তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার অন্য কোনো পথ নাই, একমাত্র নির্বাচনই এর উপায়।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ ছাড়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন