ঢাকা মেট্রোরেলে হামলার ঘটনায় কর্মবিরতি, বিচার দাবি

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চারজন কর্মীকে এমআরটি পুলিশ সদস্যদের হাতে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় ডিএমটিসিএল কর্মীরা সোমবার (১৭ মার্চ) সকাল থেকে কর্মবিরতি শুরু করেছেন। হামলার ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে তারা কর্মবিরতি পালন করছেন। তবে, এর মধ্যেও মেট্রোরেলের স্বাভাবিক চলাচল অব্যাহত রয়েছে।
কর্মবিরতির আওতায় ডিএমটিসিএল কর্মীরা সকাল থেকে মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে অবস্থান নেন। রবিবার দিবাগত রাতে (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।
জাগতিক /এস আই
মন্তব্য করুন