logo
  • শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আমলাতন্ত্রের বাইরে থেকে মেট্রোরেলের নতুন এমডি নিয়োগ

অনলাইন ডেস্ক
  ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৩
ছবি: সংগৃহীত

সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ প্রকৌশলী ফারুক আহমেদ। তিনিই প্রথম ব্যক্তি, যিনি প্রশাসন ক্যাডারের বাইরে থেকে এ পদে নিয়োগ পেলেন।

আওয়ামী লীগ সরকার থাকাকালে এই পদটি মূলত আমলাদের জন্য সংরক্ষিত ছিল। নিয়োগের শর্তে ‘যোগাযোগ খাতের সাবেক সচিব’ হওয়ার বাধ্যবাধকতা যুক্ত করা হয়, যার ফলে ২০১৬ সালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব এম এ এন ছিদ্দিক নিয়োগ পান এবং গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয় এবং অতিরিক্ত সচিব আবদুর রউফকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়। এরপর স্থায়ী এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যেখানে প্রকৌশল ও আন্তর্জাতিক অভিজ্ঞতার ওপর জোর দেওয়া হয়।

নতুন এমডি নিয়োগের প্রক্রিয়ায় দেশি-বিদেশি ৭৬ জন আবেদন করেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামানের নেতৃত্বাধীন ছয় সদস্যের কমিটি তাঁদের মধ্য থেকে সাতজনকে বাছাই করে, যার মধ্যে থেকে চূড়ান্তভাবে ফারুক আহমেদকে মনোনীত করা হয়।

ফারুক আহমেদ এর আগে অস্ট্রেলিয়া, ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও হংকং-সহ পাঁচটি দেশে মেট্রোরেল প্রকল্পে কাজ করেছেন। ৩৭ বছরের পেশাদার জীবনের মধ্যে ২৫ বছরই তিনি মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া মেট্রো স্টেশন পুনরায় সচল করার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

এই নিয়োগের মাধ্যমে বাংলাদেশে মেট্রোরেলের পরিচালনায় প্রযুক্তিগত দক্ষতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার নতুন দৃষ্টান্ত স্থাপন হলো।


জাগতিক /এস আই

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে বিচার হবে জনতার আদালতে
আওয়ামী লীগ দেশীয় শক্তি না, বিদেশী ‘প্রতিস্থাপিত শক্তি’!
গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিলের দাবি
সিলেটে ঠিকাদারের কাছ থেকে ৮৭ কোটি টাকার কাজ নিতে আওয়ামী লীগ নেতা আজাদ হোসাইনের বিরুদ্ধে মারধরের অভিযোগ
12