logo
  • রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাসপোর্ট অফিসের পরিচালক তৌফিকুল ইসলাম খান সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক
  ০৯ মার্চ ২০২৫, ১৯:৫৪

ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানকে অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে সরকার। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরগমন-৪ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বরখাস্ত আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মোহাম্মদ তৌফিকুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা অনুযায়ী আদালত চার্জশিট গ্রহণ করেছে। তাই তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ধারা ৩৯ (২) মোতাবেক ২৫ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়
12